জিব্রেলিক এসিড (জিএ-৩) ২০% ট্যাবলেট

উপকারিতা:
* গাছের কান্ড ও পাতা দ্রুত বৃদ্ধি করে।
* গাছের বন্ধ্যাত্ব দূর করে ফুল ফোটাতে সাহায্য করে এবং অনাকাঙ্খিত ফুল ও ফল ঝরা বন্ধ করে।
* গাছের সুপ্তাবাস্থা দূর করে অংকুরোদগমে সাহায্য করে।
* ফলের আকার বৃদ্ধি ও আকৃতি সুন্দর হয় বিধায় বাজারে ফলের দাম অনেক বেশী পাওয়া যায়।
* এটি ব্যবহারে দানা জাতীয় ফসলের কুশি সংখ্যা এবং দানার ওজন বৃদ্ধি পায়।
* ফসলের শুনগতমান বাড়িয়ে তোলে এবং অধিক ফসল নিশ্চিত করে।
প্রয়োগ মাত্রা:
ধান, গম, ভুট্টা, আলু, পিঁয়াজ, বসুন, শিম, মরিচ, ফুলকপি, বাধাঁকপি, টমেটো, লাউ,
সরিষা, আম লিচুসহ সকল ধরনের ফসল।
ব্যবহারের মাত্রা:
১ গ্রাম ক্রিষ্টাল জিএ, ৩০ লিটার পানিতে ভালোভাবে স্প্রে করুন।
সাবধানতা:
ফসল, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো বিষাক্ত পদার্থ নেই। শিশু, পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাহিরে রাখুন। অন্য কোনো রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না। ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নহে।
বি.দ্র.:
ক্রিষ্টাল জিএ গাছের দ্রুত বৃদ্ধি, ফুল ও ফল ধারণ এবং ফলন বৃদ্ধিতে স্বল্প মাত্রায় ব্যবহারে আরও উন্নত ও গুণগত মানসম্পন্ন অভ্যান্ত কার্যকর একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক।




